spot_img

কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচ মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

অবশ্যই পরুন

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে এই দুই দলের লড়াই দেখার জন্য। সামনে আসছে কোপা আমেরিকা, সেখানে মুখোমুখি হতে পারে এই দুই দল। তবে তার আগে ভিন্ন এক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হচ্ছে তারা। ফুটসাল ইভেল্যুয়েশন লিগের ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে লড়বে এই দুই দল।

শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা ফুটসাল টিম। দলে ডাক পাওয়া তিন ফুটবলারকে বাদ দিয়ে এদিন অনুশীলন করে আলবিসেলেস্তারা। বুধবার (২২ মে) নিকোলাস ক্রাভেটজকি, অগাস্টিন প্লাজা এবং লুসিয়ানো গাউনার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে।

সোমবার (২০ মে) কোচের অধীনে ৮০ মিনিট অনুশীলন করে আর্জেন্টিনা দল। এদিন ফিনিশিং নিয়ে আলাদা কাজ করতে দেখা যায় তাদের। একই সঙ্গে ফিটনেস নিয়েও বেশ সতর্ক অবস্থায় ছিলেন তারা। শুক্রবার পর্যন্ত নিয়মিত আর্জেন্টিনার এই অনুশীলন চলবে।

শনিবার (১ জুন) ফুটসাল ইভেল্যুয়েশন লিগের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

সর্বশেষ সংবাদ

সুহানাকে ‘বেস্ট গার্লফ্রেন্ড’ বলার পরে এবার ‘মোস্ট ডেটেবেল অ্যাক্টর’ বললেন অনন্যা

বলিউডে অনন্যা পাণ্ডে ও সুহানা খানের বন্ধুত্ব সম্পর্কে প্রায় সবাই জানেন। আউটিং থেকে ভেকেশন বা একসঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ