spot_img

পাঁচ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা : প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

গত ১৫ বছরে প্রায় এক কোটি লোকের বিদেশে কর্মসংস্থান হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে এ তথ্য জানিয়েছেন তিনি।

শফিকুর রহমান চৌধুরী সংসদকে জানান, ২০২২ সালে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন কর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছে।

২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি খরচে বিদেশে কোনো অভিবাসী কর্মী পাঠানো হয় না। কর্মীর নিজস্ব অর্থায়ন কিংবা নিয়োগকর্তার খরচে অভিবাসী কর্মী বিদেশে গমন করে থাকে। বিগত ১৫ বছরে বাংলাদেশ থেকে ৯৯ লাখ ৯ হাজার ৪৫৮ জনের বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।

সর্বশেষ সংবাদ

এখন ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতি চায়!

ইসরাইল এখন গাজা যুদ্ধের কার্যকর অবসান ঘটাতে আগ্রহী। ইসরাইলের এক সিনিয়র কর্মকর্তা হিব্রু ভাষার ওয়ালা নিউজ আউটলেটকে বলেছেন। এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ