spot_img

নিজ কোম্পানিগুলোতে অ্যাপলকে নিষিদ্ধ করার হুমকি দিলেন মাস্ক

অবশ্যই পরুন

আজ টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল তাদের ফ্ল্যাগশিপ সিরিজ আইফোনে চ্যাট জিপিটি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। তবে এমন ঘোষণা আসার আগেই ডেটা নিরাপত্তার ইস্যুতে হুমকি দিলেন ইলন মাস্ক। সোমবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এই হুমকি দেন তিনি।

অ্যাপলের তৈরি বিভিন্ন ডিভাইসের অপারেটিং সিস্টেম পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজনের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মাস্ক। আর এই বিষয়টিই উঠে এসেছে তার টুইট থেকে। এরই পরিপ্রেক্ষিতে তিনি তার কোম্পানিগুলো যেমন: টেসলা, স্পেসএক্স, স্টারলিংক, এক্স, নিউরালিংকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান থেকে অ্যাপলের তৈরি আইফোন ব্যবহার নিষিদ্ধের হুমকি দিয়েছেন।

মাস্ক এক্সে পোস্ট করে লিখেছেন, ‘যদি অ্যাপল ওএস (অপারেটিং সিস্টেম) ওপেনএআইয়ের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে আমার কোম্পানিগুলোতে অ্যাপল ডিভাইসগুলো নিষিদ্ধ করা হবে।

ইলন মাস্ক আরও লেখেন, ‘অ্যাপল যেখানে নিজস্ব এআই সিস্টেম তৈরি করতে পারে না, তারা কীভাবে ওপেনএআই ব্যবহার করে আপনার (ব্যবহারকারীর) গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করবে? এটি স্পষ্টতই অযৌক্তিক।’

টেসলার এই প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘অ্যাপলের কোনো ধারণা নেই যে, তারা ওপেনএআইয়ের হাতে আপনার (ব্যবহারকারীর) ডেটা তুলে দেওয়ার পর কী হবে। তারা আপনার সঙ্গে প্রতারণা করছে।’

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে অর্থোডক্স ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক

অর্থোডক্স ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে আইন প্রনয়নের নির্দেশ দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৫ জুন) এমনটা জানিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ