spot_img

যুক্তরাজ্যে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা

অবশ্যই পরুন

হঠাৎ সংসদ ভেঙে দিয়ে যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। চলতি বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। তবে দেশটিতে ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল।

বুধবার স্থানীয় সময় বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা জানানো হয়।

গত ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে ৪ জুলাইয়ের নির্বাচনে বিরোধী লেবার পার্টির কাছে হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের।

তিনি কখন একটি নতুন নির্বাচন ঘোষণা করবেন তা নিয়ে কয়েক মাস ধরেই জল্পনা-কল্পনা চলছে। অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার ডাউনিং স্ট্রিট অফিসের বাইরে দাঁড়িয়ে ঘোষণা করেন, তিনি কিছু প্রত্যাশার চেয়ে আগেই নির্বাচন আহ্বান করছেন।

ঋষি সুনাক বলেন, ‘৪ জুলাই আমাদের সাধারণ নির্বাচন হবে। এখন ব্রিটেনের জন্য তার ভবিষ্যত বেছে নেয়ার সময়।’

সুনাক শুধু নির্বাচনে লেবার পার্টির চেয়ে অনেক পিছিয়েই নয়, বরং তার দল থেকেও কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

সূত্র : আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

ভারতে লোকসভার প্রথম অধিবেশনে ‘ঐকমত্যের’ আহ্বান মোদির

ভারতে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর প্রথম অধিবেশনে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃঢ় ও শক্তিশালী বিরোধী দলের কাছে ঐকমত্যের...

এই বিভাগের অন্যান্য সংবাদ