spot_img

ইউরোপীয় তিন দেশের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

অবশ্যই পরুন

ইউরোপীয় তিন দেশের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২২ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেনের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তারা শিগগির একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে ‘সন্ত্রাসবাদের পুরস্কার’ হিসেবে স্বীকৃতি দেবে।

তিনি আরো বলেন, যদি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হয়, তবে এটি হবে একটি সন্ত্রাসী রাষ্ট্র। তখন এই রাষ্ট্রটি ৭ অক্টোবরের গণহত্যা বারবার চালানোর চেষ্টা করবে। সেজন্য আমরা তাদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি নই।

নেতানিয়াহু বলেন, অধিকৃত পশ্চিমতীরের ৮০ শতাংশ ফিলিস্তিনি ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলাকে সমর্থন করে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

ভারতে লোকসভার প্রথম অধিবেশনে ‘ঐকমত্যের’ আহ্বান মোদির

ভারতে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর প্রথম অধিবেশনে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃঢ় ও শক্তিশালী বিরোধী দলের কাছে ঐকমত্যের...

এই বিভাগের অন্যান্য সংবাদ