spot_img

আইএল টি-টোয়েন্টিতে এক বছরের জন্য নিষিদ্ধ নুর

অবশ্যই পরুন

চুক্তি লঙ্ঘন করার অভিযোগে আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ হলেন আফগানিস্তানের ক্রিকেটার নুর আহমেদ। শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তি ভঙ্গ করার অভিযোগে তাকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফ্র্যাঞ্চাইজির আয়োজকরা।

২০২৩ সালের আইএল টি-টোয়েন্টি এর প্রথম মৌসুমে খেলতে শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন নুর। পরে তার সঙ্গে এক বছরের চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই রিটেনশন নোটিশে স্বাক্ষর না করেননি নুর। আরব আমিরাতের লিগের বদলে তিনি চলে যান দক্ষিণ আফ্রিকার এসএ২০ তে। সেখানে ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলেন এই আফগান স্পিনার।

এই কারণেই মূলত নুরকে নিষেধাজ্ঞা দেয় আয়োজকরা। এর আগে গত বছরের ডিসেম্বরে একই কারণে আরেক আফগান ক্রিকেটার নাভিন উল হককেও ২০ মাসের জন্য নিষিদ্ধ করেছিল আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিটি।

সর্বশেষ সংবাদ

হজ যাত্রীদের জন্য ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

হজ যাত্রীদের সবাই যাতে পবিত্র হজ পালন করতে পারেন সেজন্য ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ