spot_img

পাকিস্তানে থানায় সন্ত্রাসী হামলা, ১০ পুলিশ নিহত

অবশ্যই পরুন

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের একটি থানায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ পুলিশ সদস্য। খবর জিও নিউজের

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পাকিস্তানে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মাত্র তিন দিন আগে এ হামলার ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাত ৩টার দিকে ভারী অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা।

পাকিস্তানে জঙ্গিদের আক্রমণ বেশ বেড়েছে। বিশেষ করে পাকিস্তানি তালেবান এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে ২০২২ সাল থেকে এ ধরনের হামলা অনেক বেড়েছে।

ড্রাবানের উপ-পুলিশ সুপার মালিক আনিস উল হাসান বলেছেন, ‘থানার ভবনে প্রবেশ করার পর সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে। যার ফলে পুলিশ সদস্যদের মধ্যে বেশি হতাহতের ঘটনা ঘটে।’

এর আগে গত বছরের ডিসেম্বরে উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ স্টেশন কমপ্লেক্সে স্থাপিত সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ট্রাক দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ২৩ জন সৈন্য নিহত হয়েছিল।

খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) আরশাদ হুসেন শাহ এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ সংবাদ

আমি বাস্তব জীবনেও প্রেম করছি: মন্দিরা

গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমাটি প্রায় এক মাস ধরে চলছে দেশের প্রেক্ষাগৃহে। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে মন্দিরা...

এই বিভাগের অন্যান্য সংবাদ