spot_img

মেলোনি-নরেন্দ্র মোদীর ভিডিও ভাইরাল, প্রতিক্রিয়া জানালেন কঙ্গনা

অবশ্যই পরুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও’তে হাসিমুখে ধরা দিয়েছেন মেলোনি-মোদী।

মেলোনি বলেছেন, “মেলোডির তরফ থেকে হ্যালো”। ব্যাকগ্রাউন্ডে মোদীর উচ্চস্বরে হাসি।

ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন নব নির্বাচিত সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত।

ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, “মোদীজির সব থেকে ভাল গুণ হল, মহিলাদের উন্নতির জন্য ভিত তৈরি করতে সব সময় প্রস্তুত তিনি। প্রতি মুহূর্তে মহিলাদের এটা অনুভব করান। ”

তিনি আরও লিখেছেন, “মেলোনি ভাবছেন মোদীজি মেলোনির দলে, এই বিষয়ে কোনও সংশয় নেই। ”

জি৭ বৈঠকে শামিল হতে শুক্রবার ইতালিতে রওনা দেন মোদী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে তাঁর এই প্রথম আন্তর্জাতিক সফর। শনিবার অপুলিয়া অঞ্চলে জি৭ বৈঠকে মেলোনি একটি সেলফি তোলেন মোদীর সঙ্গে। তার আগে ভারতীয় কায়দায় নমস্কার জানিয়ে মোদীকে স্বাগত জানান।

সর্বশেষ সংবাদ

ভারতে লোকসভার প্রথম অধিবেশনে ‘ঐকমত্যের’ আহ্বান মোদির

ভারতে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর প্রথম অধিবেশনে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃঢ় ও শক্তিশালী বিরোধী দলের কাছে ঐকমত্যের...

এই বিভাগের অন্যান্য সংবাদ