spot_img

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ

অবশ্যই পরুন

বলিউডের বাদশাহ শাহরুখ খানকে এবার দেশ ছাড়ার পরামর্শ দিয়েছেন পরিচালক ও অভিনেতা অভিনব কাশ্যপ। ভাই অনুরাগ কাশ্যপের মতোই বিস্ফোরক মন্তব্যে আবারও বিতর্কের মুখে তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের বাড়ির নাম নিয়ে কটাক্ষ করেন অভিনব। তিনি বলেন, ‌‘শাহরুখের মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’—মানে প্রার্থনা। আর দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’—মানে স্বর্গ। এর মানে কী দাঁড়ায়? ভারতে থাকছেন শুধু কিছু পাওয়ার আশায়, আর আপনার স্বর্গ দুবাইয়ে? তাহলে আপনি ভারতে করছেনটা কী?’

এছাড়া অভিনব তার মন্তব্যে বলিউড তারকার ছেলে আরিয়ান খান প্রসঙ্গও টানেন। বলেন, শাহরুখের সিনেমায় সংলাপ রয়েছে, ‘ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো।’ কী ধরনের অহংকার এসব? তারা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে প্রাসাদ বানিয়েছেন। তাদের সম্পত্তির পরিমাণ দিয়ে আমাদের কী যায়-আসে। তারা কি আমাদের খাবার দেয়? শাহরুখ নিঃসন্দেহে ভালো কথা বলেন। কিন্তু তার উদ্দেশ্য একদমই ভালো নয়।

এদিকে অভিনবের এ ধরনের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বলিউড বাদশাহর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তাদের দাবি, কোনো কাজ না পেয়ে তারকাদের নিয়ে আক্রমণাত্মক কথা বলে যাচ্ছেন অভিনব।

এর আগে সালমান খানকে নিয়ে মন্তব্য করে বলেছিলেন, সালমানের পরিবারের কেউ স্বাভাবিক মানুষ নয়। তারা সবাই অপরাধজগতের সঙ্গে জড়িত।

সর্বশেষ সংবাদ

ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহত করতে হবে: জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহাড়ায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদেরকে প্রতিহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ