spot_img

কারিনা চড় খেয়েছিলেন বলিউড অভিনেতার স্ত্রীর কাছে!

অবশ্যই পরুন

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। যিনি অভিনয় দিয়ে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন ব্যাপক। খ্যাতি আর যশ কোনটির কমতি নেই কারিনার। বর্তমানে নবাব পরিবারের বউ অর্থাৎ সাইফ আলী খানের স্ত্রী কারিনা।

তবে এক সময় তিনি নাকি বলিউড অভিনেতার স্ত্রীর কাছে চড় খেয়েছিলেন। বলিউডের ভেতরে শো-বিচে আড়ি পাতলে সে খবর শোনা যায়। ঘটনাটি সত্যি। বলিউড অভিনেতা ববি দেওলের স্ত্রী তানিয়া তাকে চড় মেরেছিলেন। কারণ তাদের মধ্যে ঝগড়া চলছিল।

শোনা যায় ববি দেওলের স্ত্রী তানিয়া দেওলের সঙ্গে সেই ঝগড়া নাকি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল কারিনার। ঘটনাটি ২০০১ সালের। তখন মুক্তিপ্রাপ্ত ‘আজনবি’ সিনেমার শুটিং চলছিল। সে সময় ববির স্ত্রী তানিয়া, কারিনাকে ছেড়ে বিপাশা বসুর পোশাক তৈরিতে সাহায্য করেন। তখন থেকেই এই ঝগড়ার সূচনা।

এদিকে কারিনার মা ববিতা কাপুরও তানিয়ার এই আচরণ পছন্দ করেননি। তারপরও তানিয়া তার সিদ্ধান্ত থেকে সরেননি, যা একেবারেই পছন্দ হয়নি কারিনার। ফলে তানিয়া-কারিনার ঝগড়া আরও তীব্র হয়। এরপর রেগে গিয়ে কারিনাকে থাপ্পড় মারেন তানিয়া।

তানিয়ার সঙ্গে জটিলতা নিয়ে এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘ববির স্ত্রী তানিয়ার সঙ্গে একটা সমস্যা হয়েছিল। তিনি আমার মায়ের সঙ্গে ঠিক আচরণ করতেন না। আর বিষয়টি আমিও পছন্দ করতাম না। তবে ববির সঙ্গে আমার আজও কোনও সমস্যা নেই।’

প্রসঙ্গত, ১৯৯৫ সালে ‘বরসাত’-এর হাত ধরেই বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন ববি। তার বিপরীতে ছিলেন রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কল খান্না। এই ছবি সুপারহিট হয় এবং সকলের মন জয় করেন ধর্মেন্দ্র-পুত্র।

আর সেই সিনেমার সাফল্যের পরেই তার আলাপ হয় মনের মানুষের সঙ্গে। যদিও প্রথমে ববি বেশ কয়েক বছর অভিনেত্রী নীলম কোঠারির সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই প্রেম ভাঙার পরে তানিয়া আহুজার মধ্যেই ভালবাসা খুঁজেছিলেন অভিনেতা। খুব অল্প দিনের পরিচয়েই বিয়ে করেন তারা। বর্তমানে সুখী দাম্পত্যের নজির ফুটিয়ে তুলতে দেখা যায় জুটিকে।

কারিনা কাপুরের চড় খাওয়া, ববির প্রেম ভেঙে তানিয়াকে বিয়ে করা, বলিউডে এরকম ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার।

সর্বশেষ সংবাদ

‘তিতুমীরের শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে, পেছনে কারা জড়িত আপনারা জানেন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেয়ার দাবিতে যে আন্দোলন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ