spot_img

শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ না নেয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশেষকরে ৭ অক্টোবর ইসরায়েল-গাজা যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে প্রকাশিত দ্য টাইমস-এ লেখা এক মতামতে তিনি বলেন, এদিনে বিক্ষোভ আয়োজন করা ‘ব্রিটিশদের মানায় না’। কারণ কিছু মানুষ এই দিনটিকে ‘ব্রিটিশ ইহুদিদের ওপর ঘৃণ্য হামলার অজুহাত’ হিসেবে ব্যবহার করে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আরও বলেন, ‘আজ, ৭ অক্টোবরের বর্বরোচিত হামলার বার্ষিকীতে, শিক্ষার্থীরা আবারও বিক্ষোভের পরিকল্পনা করছে। এটি ব্রিটিশ হিসেবে আমাদের চরিত্র নয়। অন্যদের প্রতি এতটা অসম্মান করা অসুলভ আচরণ। আর তারপর কেউ কেউ আবার ইহুদিবিরোধী স্লোগান দিতে শুরু করে।’

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্য সবসময় ‘ইহুদি সম্প্রদায়কে রক্ষা করতে ঐক্যবদ্ধ ও দৃঢ়ভাবে’ অবস্থান করবে।

তিনি আরও যোগ করেন, ‘আমাদের দেশে বসবাসরত ইহুদি সম্প্রদায়গুলো রাস্তায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষ সহ্য করে যাচ্ছে।’

সূত্র: বিবিসি নিউজ।

সর্বশেষ সংবাদ

সাকিব-সাইফের পর আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিনও

আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার দল পেলেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ