spot_img

শেষ মুহুর্তে আলভারেজের গোলে অ্যাটলেটিকোর জয়, ঘরের মাঠে নাপোলির পরাজয়

অবশ্যই পরুন

স্প্যানিশ কোপা দেল রেতে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় বিভাগের দল সিপি ক্যাসেরেনোর বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ মুহুর্তে আলভারেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। কোপা ইতালিয়ায় একই ব্যবধানে লাৎজিও এর কাছে ঘরের মাঠে নাপোলি হেরছে। টিজানি নসলিনের হ্যাটট্রিকে পরাজয়ের মুখ দেখে দলটি।

কোপা দেল রেতে দ্বিতীয় বিভাগের দল সিপি ক্যাসেরেনোর মাঠে শেষ মুহুর্তের ঝড়ে জয় নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলার ৩০ মিনিটে আলভারো মেরেনসিও’র গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮২ মিনিট পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদকে আটকে রেখে জয়ের সুবাতাস পাচ্ছিল ক্যাসেরেনো। ৮৩ মিনিটে ক্লিমেন্ট লেঙ্গলেটের গোলের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। আর ইনজুরি টাইমে ষষ্ঠ মিনিটের মাথায় আলভারেজের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় অ্যাটলেটিকো মাদ্রিদের।

এদিকে কোপা ইতালিয়ায় ঘরের মাঠে শুরু থেকেই নাপোলিকে চাপে রাখে লাৎজিও। সিরি আ লিগে সফরকারিরা লিগ টপার হলেও এদিন ম্যাচে ছিল তার ভিন্ন রূপ। খেলার ২০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েও তা থেকে গোল আদায়ে ব্যর্থ হয় স্বাগতিকরা। এরপরই আক্রমণের ধার বাড়ায় লাৎজিও। ৩২ মিনিটে বক্সের ভেতর স্যমুয়েল গিগোটের কাছ থেকে বল পেয়ে দারুণ হেডে স্কোরলাইন ১-০ করেন টিজানি নসলিন। ৪ মিনিট পর গিওভানির গোলে সমতায় ফেরে নাপোলি।

তবে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি সফরকারিরা। ৪১ মিনিটে পেদ্রোর অ্যাসিস্টে আবারও গোল করে লাৎজিওকে ২-১ গোলে এগিয়ে নেন নসলিন। আর বিরতির পর খেলার ৫০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই ডাচ স্ট্রাইকার। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাৎজিও।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ