spot_img

বিশ্বজুড়ে ৪০ হাজার কিলোমিটার দীর্ঘ ইন্টারনেট কেবল বসাবে মেটা

অবশ্যই পরুন

বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগ আরও শক্তিশালী করতে সমুদ্রের তলদেশে ৪০ হাজার কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক ইন্টারনেট কেবল স্থাপনের পরিকল্পনা করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রকল্পটির সম্ভাব্য খরচ এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

এটি হবে মেটার প্রথম সাবসি কেবল, যার সম্পূর্ণ মালিকানা প্রতিষ্ঠানটির নিজস্ব। মেটা ইতোমধ্যে একাধিক সাবসি নেটওয়ার্কের আংশিক-মালিক হলেও, এই প্রকল্পটি তাদের জন্য নতুন এক মাইলফলক। প্রযুক্তি জায়ান্ট গুগলের মতো মেটাও নিজস্ব সাবসি নেটওয়ার্কের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে অ্যামাজন ও মাইক্রোসফট কেবল আংশিক মালিক।

কেবলটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে শুরু হয়ে দক্ষিণ আফ্রিকা, ভারত, এবং অস্ট্রেলিয়ার উত্তর উপকূল হয়ে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে গিয়ে শেষ হবে। এর দৈর্ঘ্য হতে পারে ৪০,০০০ কিলোমিটার বা তারও বেশি।

বিশেষজ্ঞ সুনীল তাগারের মতে, কেবলটি এমন অঞ্চলের মাধ্যমে স্থাপন করা হবে, যা ভূ-রাজনৈতিক উত্তেজনা বা বড় ধরনের ব্যর্থতার ঝুঁকি এড়াবে। রুটটি লোহিত সাগর, দক্ষিণ চীন সাগর, মালাক্কা প্রণালী, এবং সিঙ্গাপুরের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে যাবে।

প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিক ঘোষণা আগামী বছরের শুরুতে আসতে পারে। তবে, এটি বাস্তবায়ন এবং কার্যকর করতে কয়েক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

ইতোমধ্যে এক ডজনের বেশি সাবসি নেটওয়ার্কে আংশিক অংশীদারিত্ব রয়েছে মেটার। তবে পুরোপুরি নিজস্ব মালিকানাধীন এ প্রকল্প প্রতিষ্ঠানটির বৈশ্বিক সংযোগ স্থাপনের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্টারনেট সংযোগে বৈশ্বিক স্থিতিশীলতা আনতে এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ এড়াতে এ ধরনের দীর্ঘমেয়াদি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

রাজনৈতিকভাবে যাই ঘটুক ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। যেখান থেকে ভালো দর পাওয়া যাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ