spot_img

পুরো দেশকে হতাশ করায় ক্ষমা চাইলেন শ্রীলঙ্কার ম্যাথিউস

অবশ্যই পরুন

গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত মাত্র ১ পয়েন্ট পাওয়ায় ইতোমধ্যে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য তাদের। কিন্তু এবারের বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সে হতাশ লঙ্কানদের সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।

তিনি বলেন, ‘পুরো জাতিকে আমরা হতাশ করেছি। আমরা দুঃখিত। কারণ আমরা নিজেদের হতাশ করেছি। এটা আমরা কখনোই আশা করিনি। আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি কিন্তু এসব নিয়ে চিন্তার কিছু নেই। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারিনি।’

ম্যাথুজ আরো বলেন, ‘‘আমরা টুর্নামেন্টে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারিনি। বিশেষ করে প্রথম দুই ম্যাচ যেভাবে খেলেছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের হৃদয় ভেঙেছে এবং আমরা অনেক কষ্ট পেয়েছি।’

তিনি আরো বলেন, ‘এটা খুবই হতাশার যে বিশ্বকাপের আগে আফগানিস্তান, জিম্বাবুয়ের পর বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, তার ধারেকাছেও এবার পারফর্ম করতে পারিনি।’

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে অর্থোডক্স ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক

অর্থোডক্স ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে আইন প্রনয়নের নির্দেশ দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৫ জুন) এমনটা জানিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ