spot_img

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

অবশ্যই পরুন

সিরিজ নিশ্চিত করার মিশনে তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে টাইগাররা। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৭ মে) জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি। আগের দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। শরিফুলের পরিবর্তে এই ম্যাচে খেলছেন তানভির ইসলাম। শেখ মেহেদীর বদলে খেলছেন তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভির ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, ক্লাইভ মানদান্দে, লুক জঙ্গি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, জোনাথান ক্যাম্পবেল, মারুমানি ও এনডলভু।

সর্বশেষ সংবাদ

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: ইরনার প্রতিবেদন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে। রোববার (১৯ মে) আজারবাইজান প্রদেশে...

এই বিভাগের অন্যান্য সংবাদ