spot_img

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: ইসি সচিব

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনী আইন বা বিধি না মানে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

ইসি সচিব বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ডে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সেগুলো নিশ্চিত করবো।” তিনি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করে আশা প্রকাশ করেন যে তারা কমিশনকে সহযোগিতা করবে।

আখতার আহমেদ পোস্টাল ব্যালটে ভোটের বিষয়েও জানান। সরকারি চাকরিজীবী, নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা এই সুযোগ নিতে পারবেন। এদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপল ব্যবহারকারীরা পরে ডাউনলোড করতে পারবেন। তফসিল ঘোষণার পর থেকে নিবন্ধন শুরু হবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর থেকে। আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে।

ইসি সচিব নিশ্চিত করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেরই তফসিল ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, গাজীপুর ও বাগেরহাটের সীমানা নিয়ে আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করা হচ্ছে।

আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন তফসিল ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আসিফ মাহমুদের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা...

এই বিভাগের অন্যান্য সংবাদ