spot_img

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ফের এক হলেন সৃজিত-মিথিলা!

অবশ্যই পরুন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং তার স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চলে বেশ কিছুদিন ধরে। অনুরাগীরা ধরেই নিয়েছিলেন তাদের সম্পর্কের মাঝে ফাটল ধরেছে। সম্প্রতি ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করেন মিথিলা স্পষ্টভাবেই কথা বলেন বিষয়টি নিয়ে।

তবে এপার বাংলা কিংবা ওপার বাংলাতেই জোর গুঞ্জন, মিথিলা-সৃজিতের সম্পর্ক ভাঙনের পথে। কারণ লং ডিসটেন্স সম্পর্ক নিয়ে অনেকেই মনে করেন তাদের ভেতরে মানসিক দূরত্বও বেড়েছে।
কিন্তু সম্প্রতি প্রকাশিত হওয়া একটি ছবি সেই গুঞ্জনকে নতুন মোড়ে নিয়ে গেল। মিথিলাকন্যা আইরাসহ সৃজিতকে দেশের বাইরে ঘুরে বেড়াতে দেখা গেছে। যে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই ছবিতে তাদের শীতের আমেজে লক্ষ করা গেছে। তিনজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। মিথিলা কালো রঙের একটি ওভার কোর্ট পরেন। সৃজিত কালো পোলো শার্টের সঙ্গে লাল জ্যাকেট পরেছিলেন আর ছোট্ট আইরাকে দেখা গেছে নেভি ব্লু শীত পোশাকে।

এর আগে এক অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয়, অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়—আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’

উনি কি এখনো আপনার স্বামী?—এমন প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে?—মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা, আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

‌‌‘আমি চাই ও আমার হাত ছেড়ে দিক’

বড় পর্দায় মুক্তি পেয়েছে চিরঞ্জিত এবং রুক্মিণী মৈত্র অভিনীত সিনেমা ‘হাটি হাটি পা পা’। এ সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ