মার্কিন ইনফ্লুয়েন্সার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় উদযাপনকারীদের চাকরি থেকে বরখাস্তের হুমকি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। নিহত কার্কের পডকাস্ট ‘দি চার্লি কার্ক শো’র অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই হুমকি দেন তিনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জেডি ভ্যান্স বলেন, রাজনৈতিক সহিংসতাকে সমর্থন এবং উদযাপন কখনোই সভ্য মানুষের কাজ হতে পারে না। এ ঘটনায় যারা উল্লাস করেছে, তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। এ সময়, উদযাপনকারীরা বেশিরভাগ বামপন্থি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, চার্লির হত্যার ঘটনাকে যারা সমর্থন করে যাচ্ছে তাদের মাঝে কোনোরকম একতা নেই। আমি আমার বন্ধু হত্যার বিচার পেতে মরিয়া। এ ধরনের সহিংসতা আমরা কখনোই মেনে নিতে পারি না।
উল্লেখ্য, কার্কের মৃত্যুর ঘটনায় এরই মধ্যে অনেকে চাকরি হারিয়েছে বলেও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।