spot_img

সামান্তা ও নিতিশ কুমারের প্রেমের গুঞ্জনের অবসান

অবশ্যই পরুন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলেগু অভিনেত্রী সামান্তা রুথ প্রভু এবং ক্রিকেটার নিটিশ কুমার রেড্ডির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। গুঞ্জনের সূত্র ধরে ধারণা করা হয়েছিল, সামান্তা ও সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার নিটিশের মধ্যে রোমান্টিক সম্পর্ক রয়েছে।

তবে এরপরই বিষয়টি পুরোপুরি ভুল বলে স্পষ্ট করেন ক্রিকেটার নিটিশ কুমার রেড্ডি। তিনি জানিয়েছেন, যার সঙ্গে যোগাযোগে ছিলেন, তিনি কোনও অভিনেত্রী নন; বরং তিনি একজন ডাক্তার এবং স্কিন স্পেশালিস্ট, যিনি তার হাঁটুতে আঘাতের সময় চিকিৎসা দিয়েছেন। এই ব্যাখ্যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনকে চূড়ান্তভাবে বন্ধ করেছে।

সামান্তা রুথ প্রভু অবশ্য আগেই বিভিন্ন কারণে মিডিয়াতে আলোচিত। আগে তার নাম জড়িয়েছিল পরিচালক দম্পতি রাজ ও ডি.কে.-র সাথে সম্ভাব্য সম্পর্কের সঙ্গে। সামান্তা ইতিমধ্যেই তাদের সঙ্গে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল: হানি বানী’-তে কাজ করেছেন এবং বর্তমানে ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এ তাদের সঙ্গে কাজ করছেন।

সর্বশেষ সংবাদ

মেলবোর্নের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন ক্ষীণ সোহানদের

অস্ট্রেলিয়া সফরে দারুণ শুরু করলেও ধারাবাহিক হতে পারছে না বাংলাদেশ ‘এ’ দল। মেলবোর্ন স্টারস একাডেমির বিপক্ষে জয় ছিনিয়ে আনার...

এই বিভাগের অন্যান্য সংবাদ