spot_img

হামজাদের ম্যাচ টিকিট ৪০০ টাকা

অবশ্যই পরুন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছিল সবশেষ ২০২০ সালে। তারপর থেকে আর কোনো ম্যাচ গড়ায়নি এই মাঠে। অবশেষে আবারও ঢাকা স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। সংস্কারের প্রায় চার বছর পর আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি হবে এই স্টেডিয়ামে।

দর্শকদের জন্য সুখবর হচ্ছে ঘরে বসেই অনলাইনেই কিনতে পারবে টিকিট। আগামী ২৪ মে দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভে (tickify.live) কেনা যাবে হামজাদের ম্যাচের টিকিট।

সাধারণ গ্যালারিতে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩০০০ টাকা।

ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২০০০ টাকা। যে কোনও ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবে। বুধবার (২১ মে) বাফুফের কম্পিটিশন কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।

সর্বশেষ সংবাদ

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা পরিচালনায় সাত সদস্যের কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের বিচার কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে সাত সদস্যের একটি কমিটি গঠন...

এই বিভাগের অন্যান্য সংবাদ