spot_img

আশুলিয়া থানার ওসি প্রত্যাহার

অবশ্যই পরুন

মাত্র দেড় মাসের মাথায় ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকীকে প্রত্যাহার করে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক কারণে তাকে সন্ধ্যায় পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার (৮ জানুয়ারি) রাতে নুরে আলম সিদ্দিকী আশুলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। তবে তিনি আশুলিয়া থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলার অবনতি ঘটতে থাকে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সম্প্রতি শিল্পাঞ্চলে ছিনতাই ও ডাকাতির ঘটনাও বেড়েছে আশঙ্কাজনক হারে। এছাড়া কয়েক দিনের ব্যবধানে ঝুট ব্যবসা নিয়ে দু’পক্ষের একাধিকবার গোলাগুলির ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, আশুলিয়া থানায় পদায়নের আগে নুরে আলম সিদ্দিকী বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ নারায়নগঞ্জ জোনের ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের যেখানেই অনিয়ম-দুর্নীতি সেখানেই যুদ্ধ : জামায়াত আমির

আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের যেখানেই অনিয়ম-দুর্নীতি সেখানেই যুদ্ধ। এ যাবত কালে যারা দেশটাকে আমার আমার বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ