spot_img

শুটিংয়ের সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার পুরণ সিং

অবশ্যই পরুন

মুম্বাইয়ের ভিরারে সিনেমার শুটিং চলাকালীন সময়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, উপস্থাপক অর্চনা পুরণ সিং। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শুটিংয়ের সময় পড়ে গিয়ে কবজির হাড় ভেঙে গেছে অর্চনার। বেশ কয়েকটি জায়গায় জখমও হয়েছে।

বৃহস্পাতবার (৩০ জানুয়ারি) ভোর ৫টায় এমন দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী। দ্রুত ভিলে পার্লের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তার অস্ত্রোপচার শুরু করেন।

অভিনেত্রী তার ইনস্টাগ্রামে এরইমধ্যে দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানিয়েছেন। অর্চনার স্বামী পরমিত শেঠি জানান, অবস্থা গুরুতর হওয়ায় কবজির চারপাশে একটি তার ঢুকিয়ে দেয়া হয়েছে।

এছাড়া দুর্ঘটনায় অর্চনার মুখ ও ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে গেছে। তবে এ অবস্থাতেও আজ রাতেই শুটিংয়ে ফিরতে চাইছেন অভিনেত্রী। তার অনুপস্থিতিতে প্রযোজকের কোনো আর্থিক ক্ষতি চান না তিনি। যদিও প্রযোজক সংস্থা বলছে, অভিনেত্রীর বিশ্রাম প্রয়োজন। বিশ্রামের পর প্রতিদিন মাত্র তিন ঘন্টা অর্চনার শুটিং করলেই চলবে।

এদিকে হঠাৎ মায়ের এমন গুরুতর দুর্ঘটনায় ভেঙে পড়েছেন অর্চনার দুই ছেলে আয়ুষ্মান ও আর্যমান। তবে অভিনেত্রী এমন অঘটনে ভেঙে পড়েননি। তিনি বলেন, যা ঘটে ভালোর জন্যই ঘটে। আমি এটাই বিশ্বাস করি।

সর্বশেষ সংবাদ

পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে বিশ্বে: উপ-প্রেস সচিব

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার প্রো-বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক...

এই বিভাগের অন্যান্য সংবাদ