spot_img

জম্মু-কাশ্মীর থেকে ২ পুলিশের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অবশ্যই পরুন

জম্মু-কাশ্মীর থেকে দুই পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে উধমপুরের কালীমাতা মন্দির এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, তাদের লাশ উদ্ধারের পর ঘটনার তদন্ত করতে পুলিশের শীর্ষ কর্মকর্তারা উধমপুর এলাকায় পৌঁছেছেন। যদিও পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে। তবে এটি খুন কিনা, সেটিও খতিয়ে দেখছে।

উধমপুর পুলিশ জানিয়েছে, রেম্ভাল থানায় খবর যায় দুই পুলিশ কর্মকর্তা সোপোর থেকে এসটিসি তালওয়ারার দিকে যাচ্ছিলেন। গাড়ি থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এটি উগ্রবাদীদের জঙ্গি হামলা নাকি আত্মহত্যা, তা নিয়েই এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে উধমপুরের কালীমাতা মন্দিরের কাছে একটি জিপ দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের সন্দেহ হওয়ায় জিপের সামনে যেতেই চমকে ওঠেন। তারা দেখেন, জিপের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে দুই পুলিশকর্মীর লাশ। সাথে সাথে তারা পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে একজন পুলিশের গাড়ির চালক, অন্যজন হেড কনস্টেবল।

জানা গেছে, ওই গাড়িতে আরো এক পুলিশকর্মী ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে নিজেদের হারানো ভাই উল্লেখ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি প্রধানমন্ত্রী ইশাক দার। এছাড়া বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার কথাও...

এই বিভাগের অন্যান্য সংবাদ