spot_img

দিবারাত্রি টেস্টের জন্য একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া

অবশ্যই পরুন

অ্যাডিলেডে শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে বড় হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকেরা। সেই লক্ষ্যে একাদশে পরিবর্তন এনেছে তারা। একাদশে এক পরিবর্তন এনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া।

আজ বৃহস্পতিবার একদিন আগেই প্রকাশিত একাদশে দেখা যায়নি হ্যাজলউডের নাম।

জানা গেছে, ইনজুরির কারণে দিবারাত্রির এই টেস্ট থেকে ছিটকে গেছেন হ্যাজেলউড। তার জায়গায় এই টেস্টে সুযোগ পেলেন স্কট বোল্যান্ড। ২০২৩ সালের অ্যাশেজের পর আবারো একাদশে জায়গা পেলেন ৩৫ বছর বয়সী এই পেসার।

অন্যদিকে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। মূলত দীর্ঘদিন ধরেই ছন্দে নেই লাবুশেন, স্মিথ, খাজারা। তবে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তাদের ওপরই ভরসা রাখছে অস্ট্রেলিয়া ম্যানেজমেন্ট।

দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ :
প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান ম্যাকাসুইনি, উসমান খাজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

সর্বশেষ সংবাদ

সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত: সারজিস

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বৃহস্পতিবার বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ