spot_img

ভিয়েনায় ফিরলেন আরাকচি: চূড়ান্ত সমাধানের আশাবাদ

অবশ্যই পরুন

ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পঞ্চম দফা সংলাপে যোগ দিতে ভিয়েনা ফিরে গেছেন।তিনি মঙ্গলবার তেহরান থেকে ভিয়েনা পৌঁছে বলেছেন, এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দু’পক্ষকে সমঝোতায় আসতে হবে।

তিনি আরো বলেন, পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় একটি চূড়ান্ত সমাধানে পৌঁছা যাবে বলে তিনি আশা করছেন। ভিয়েনায় ইরানি প্রতিনিধিদল দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হবে কিনা- এমন প্রশ্নের জবাবে আরাকচি বলেন, এখানে আলোচনা দ্বিপক্ষীয়, বহুপক্ষীয়, প্রত্যক্ষ ও পরোক্ষ সবভাবেই অনুষ্ঠিত হচ্ছে।

২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রশাসন বেরিয়ে গেলে এটি নিয়ে চলমান অচলাবস্থা শুরু হয়। কীভাবে এই সমঝোতাকে আবার পরিপূর্ণভাবে সক্রিয় করা যায় তা নিয়ে বর্তমানে ভিয়েনায় আমেরিকা ছাড়া বাকি পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ চলছে।

ভিয়েনায় মার্কিন প্রতিনিধিদল উপস্থিত থাকলেও তাদের সঙ্গে ইরানের সরাসরি আলোচনা হচ্ছে না। আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে দেশটিকে এই সমঝোতার অংশ মনে করে না তেহরান। ইরান বলছে, আমেরিকা তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এই সমঝোতায় ফিরে আসলেই কেবল দেশটি ছয় জাতিগোষ্ঠীর আলোচনায় সরাসরি অংশ নিতে পারবে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ