spot_img

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

অবশ্যই পরুন

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) আরও দুই বছরের জন্য ম্যানচেস্টার সিটিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত সিটিজেনদের সঙ্গেই থাকছেন গার্দিওলা। নতুন চুক্তি করে গার্দিওলা বলেন, মৌসুমের শুরু থেকে আমি অনেক ভেবেছি। সত্যি কথা বলতে, আমি ভেবেছিলাম এটাই হয়তো শেষ মৌসুম। কিন্তু সমস্যাটা হচ্ছে, গত মাসে আমার মনে হলো এটা চলে যাওয়ার সঠিক সময় নয়। আমি ক্লাবকে হতাশ করতে চাইনি।

তিনি আরও বলেন, ম্যানচেস্টার সিটি আমার কাছে অনেক কিছু। আমরা একসঙ্গে দারুণ কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। এই ক্লাবের জন্য আমার বিশেষ টান আছে। সে কারণে আরও দুই মৌসুম থাকতে পেরে আমি আনন্দিত।

ম্যানসিটির ইতিহাসে সবথেকে সফল কোচ গার্দিওলা। ২০১৬ সালে ম্যানসিটিতে যোগ দেয়ার পর তার অধীনে ৬টি প্রিমিয়ার লিগ ও ১টি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছে ১৮ শিরোপা। গত চার মৌসুমে তার অধীনেই টানা লিগ শিরোপা জিতেছে সিটি। তবে সম্প্রতি ক্যারিয়ারের প্রথমবারের মতো টানা চার ম্যাচ হেরেছেন এই মাস্টার ট্যাক্টিশিয়ান।

সর্বশেষ সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ