spot_img

বাইক কেন্দ্র করে নতুন আলোচনায় সালমান খান

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। এই অভিনেতার বাইকের প্রতি আলাদা আকর্ষণের কথা অজানা নয় তার ভক্তদের কাছে। একাধিক স্পোর্টস বাইক আছে অভিনেতার গ্যারাজে। এমনকি শোনা যায় মুম্বাইয়ের রাস্তায় হঠাৎ করেই সালমানকে বাইক চালাতে দেখা যায়। এবারে সেই বাইক কেন্দ্র করেই আলোচনায় এই অভিনেতায়।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, এবার বাইক নিয়েই নানান আচলোচনা চলছে সালমানকে নিয়ে। আর এই আলোচনার সুত্রপাত নায়ক নিজেই করেছেন তার সোশ্যাল সাইটে কিছু ছবি পোস্ট করে। অভিনেতা পোস্টে জানান সেলিম খানের প্রথম বাইক আজও তিনি সযত্নে রেখে দিয়েছেন। তাতে চড়ে এদিন দুজনে ছবিও দেন।

বাবার বাইকে সালমান খান। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সালমান খান একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তার বাবার প্রথম বাইকে বসে থাকতে দেখা যাচ্ছে নায়ককে। আরেকটি ছবিতে সেলিম খান সেই বাইকে বসে, পাশে দাঁড়িয়ে ভাইজান।এই ছবিগুলো সালমানদের বাড়ির বাগানেই তোলা হয়েছে। এই ছবি পোস্ট করে ক্যাপশনে সালমান লেখেন, বাবার প্রথম বাইক। ট্রায়ম্ফ টাইগার ১০০। ১৯৫৬।

অভিনেতার পরনে ছিল ছাই রঙের টিশার্ট এবং প্যান্ট।  ছবি: সংগৃহীত
অভিনেতার পরনে ছিল ছাই রঙের টিশার্ট এবং প্যান্ট। তার বাবা জিন্সের সঙ্গে একটি গ্রে এবং সাদা রঙের শার্ট পরেছিলেন। বাবা-ছেলেকে একসঙ্গে দেখে দারুণ উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা। বাদ যাননি সালমানের  সহকর্মীরা।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা নেওয়ার পর শুরুতেই যাদের তাড়াবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিল করে দেবেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৮ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ