spot_img

চীনে পারমাণবিক হামলার কথা ভেবেছিল যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সমরবিদরা ১৯৫৮ সালে তাইওয়ানে চীনা কমিউনিস্ট বাহিনীর সম্ভাব্য দখল অভিযান ঠেকাতে চীনের মূল ভূখণ্ডে পারমাণবিক হামলার পক্ষে অবস্থান নিয়েছিলেন। সাবেক মার্কিন সামরিক বিশ্লেষক ড্যানিয়েল এলসবার্গ পেন্টাগন পেপার্স নামের গোপন নথি বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছেন। খবরটি মার্কিন সংবাদমাধ্যমে প্রথম প্রকাশিত হয়েছে। এলসবার্গ অনলাইনে গোপন নথির কিছু অংশ প্রকাশ করেছেন। এর আগে ১৯৭৫ সালে এসব রাষ্ট্রীয় নথির একাংশ প্রকাশিত হয়েছিল।

৯০ বছর বয়স্ক এলবার্গ ১৯৭১ সালে মার্কিন টপ সিক্রেট নথি পেন্টাগন পেপার্স ফাঁস করেছিলেন। এসব নথি ছিল ভিয়েতনাম যুদ্ধের ওপর পেন্টাগনের পর্যালোচনা। ১৯৫৮ সালে কমিউনিস্ট শক্তি তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপে গোলাবর্ষণ বন্ধ করে চিয়াংকাইশেকের জাতীয়তাবাদী বাহিনীর কাছে নিয়ন্ত্রণ ছেড়ে দিলে সঙ্কটের অবসান হয়েছিল। তাইওয়ানকে একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ