spot_img

ইহুদিদের প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করলে সহ্য করা হবে না: মেরকেল

অবশ্যই পরুন

জার্মানির চ্যান্সেলর বলেন, ‘রাস্তাঘাটে ইহুদিদের প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করলে বা বর্ণবাদের উসকানি দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড যারা করবে, তাদের কঠোর শাস্তি দেয়া হবে।’

ফিলিস্তিনের সমর্থনে রোববার নির্ধারিত সমাবেশে কোনো ধরনের অ্যান্টি-সেমিটিক বা বর্ণবাদী আচরণ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। শনিবার তিনি এ হুঁশিয়ারি দেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

মেরকেল আরো বলেন, মতপ্রকাশের স্বাধীনতার অধিকার নিশ্চিত ও শান্তিপূর্ণ সমাবেশ করার বিষয় জার্মানির সংবিধানে উল্লেখ রয়েছে। তবে ভিন্ন মতাবলম্বীদের ওপর আক্রমণ বা তাদের বিশ্বাসের ওপর আঘাত, বর্ণবাদী দৃষ্টিভঙ্গি ধারণ বা অশ্রদ্ধার ঠাঁই সংবিধানে নেই।

গত শনিবার জার্মানির রাজধানী বার্লিনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ মিছিল সহিংস রূপ নেয়। ওই সময় ৬০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে জার্মান পুলিশ। আহত হয় এক শর মতো পুলিশ কর্মকর্তা।

গত এক সপ্তাহে জার্মানির বেশ কয়েকটি শহরে মিছিলে অংশ নেয়া কর্মীরা অ্যান্টি-সেমিটিক স্লোগান দেয়, যাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছিলেন মেরকেল। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন ইসরায়েলের পতাকা পোড়ায়। ইহুদিদের ধর্মীয় একটি উপাসনালয় লক্ষ্য করে পাথরও ছোড়া হয়।

উল্লেখ্য, গত ১০ মে রাত থেকে শুরু হওয়া ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে সহিংসতা ১১ দিন পর বৃহস্পতিবার রাতে বন্ধ হয়। মিসরের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ওই ১১ দিন জার্মানির বেশ কয়েকটি শহরে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ হয়।

সূত্র : এএফপি

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ