চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় অতি গোপনে একটি মহড়া পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল ‘সিএনএন’ এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গ্রীষ্মেই যুদ্ধের এই মহড়া সম্পন্ন করা হবে।
চীন ও রাশিয়ার যেকোনো অপ্রত্যাশিত হামলা মোকাবেলার প্রস্তুতি হিসেবেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে।
চীন ও রাশিয়ার সাথে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরোধ ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে যুদ্ধের গোপন প্রস্তুতি সম্পন্ন করতে চায়। এ সংক্রান্ত মহড়ার ধরণ ও ব্যপ্তি সংক্রান্ত কোনো খবর প্রচার করা হবে না ও কেউ তা জানতেও পারবে না।
সিএনএন’র খবরে বলা হয়েছে, সম্ভাব্য মহড়ার নেতৃত্ব থাকবেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি।
প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই মহড়া পর্যবেক্ষণ করবেন।
এ ছাড়া বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের চলমান সামরিক তৎপরতাও অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সূত্র : পার্সটুডে