spot_img

শিক্ষক-ছাত্র সম্পর্ক নিয়ে ‘স্যারের মেয়ে’

অবশ্যই পরুন

শিক্ষক ও ছাত্রের সম্পর্ক নিয়ে নাটক নির্মাণ করলেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। ‘স্যারের মেয়ে’ শিরোনামে নাটকটি রচনা করেছেন কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল।

নাটকের গল্পে দেখা যাবে, নিরব নামের একযুবক গাড়ি থেকে নেমেছে। চোখে সানগ্লাস। এক ভিক্ষুক হাত বাড়িয়ে দিয়েছে। মেয়ের অসুস্থতার জন্য সাহায্য চায়। নিরব ম্যানিব্যাগ বের করে একশ টাকা দেয় ভিক্ষুককে।

ভিক্ষুককে টাকা দিয়ে সামনে পা বাড়াতে যায় নিরব। হঠাৎ দাঁড়িয়ে যান। চোখের সানগ্লাস খুলে অবাক দৃষ্টিতে তাঁকিয়ে থাকে। ভিক্ষুকটি আর কেউ নয়, তার কলেজ জীবনের স্যার রহমত উল্লাহ ।

রহমত উল্লাহ স্যারও অবাক হয়ে তার পরিচয় জানতে চায়। নিরব কী করবে বুঝতে পারছে না। চোখ দুটো টলমল করে উঠে। স্যারের ছাত্ররা আজ দেশের অফিস-আদালতে উচ্চপদস্থ কর্মকর্তা। কিন্তু সেই মানুষটির আজ এই হাল!

একমাত্র উচ্চ শিক্ষিত মেয়ে ইয়াসমিনকে স্বামী যৌতুকের জন্য নির্যাতন করে পঙ্গু করে দিয়েছে। স্যারের ও তার মেয়ের করুণ পরিণতি নিয়ে নিরব মাঠে নামে। স্যারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।

অবশেষে স্যারের মানবতার জীবনের কী অবসান হয়? স্যারের মেয়ে ইয়াসমিনের স্বামীর কি বিচার হয়? নিরবের সাথে ইয়াসমিনের ছাত্র জীবনের প্রেমের মিলন হয়? এই সব প্রশ্নের উত্তর জানা যাবে গল্পে বাকি অংশে।

‘স্যারের মেয়ে’ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, মনোজ প্রামাণিক, মৌসুমী মৌ, রাাজিব প্রমুখ। একটি জনপ্রিয় টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ