spot_img

‘ন্যাশনাল গার্ড কমান্ডারের কর্তৃত্ব সীমাবদ্ধ করেছিলেন ট্রাম্প’

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের কয়েকদিন আগে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা ক্যাপিটল ভবনে যে হামলা চালায় তার আগে ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড কমান্ডারের কর্তৃত্ব অনেকটা খর্ব করা হয়।

দৈনিক ওয়াশিংটন পোস্টকে একথা বলেছেন ওয়াশিংটন ডিসি ন্যাশনাল গার্ডের কমান্ডিং জেনারেল উইলিয়াম ওয়াকার। তিনি বলেন, মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগণ তার ওপরে এই সীমাবদ্ধতা আরোপ করে।

মেজর জেনারেল উয়িলিয়াম ওয়াকার বলেন, “সব সেনা কমান্ডারের সাধারণত জনজীবন ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কর্তৃত্ব থাকে। কিন্তু এবারের এই ঘটনায় আমার কোনো কর্তৃত্ব ছিল না।”

গত গ্রীষ্মে আমেরিকায় যে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামের আন্দোলন হয়েছে তা শক্ত হাতে দমন করেছে মার্কিন সেনারা; এমনকি জরুরি মুহূর্তে তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে। কিন্তু জুনের পর থেকে এই কর্তৃত্ব প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয়ে নিয়ে নেয়া হয়।”

জেনারেল ওয়াকার বলেন, “যেকোনো সময় আমরা শহরে সেনা ও ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করতে পারতাম কিন্তু এবার তা সম্ভব হয় নি।”

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ