মৌলভীবাজার সদরের গুজারাই গ্রামের এক বস্তিতে মধ্যরাতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ৩ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ৪ জন মিলে গণধর্ষণের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ জানুয়ারি) মৌলভীবাজার সদর থানা পুলিশ জানায়, শনিবার ২ ধর্ষককে আটক করা হয়েছে।
আটকৃতরা হলো- ওজুদ মিয়া (৩৫) পিতা মৃত মোস্তফা মিয়া গ্রাম গুজারাই, খোকন মিয়া, (২৬) পিতা মৃত ছালেক মিয়া গ্রাম গুজারাই মৌলভীবাজার সদর।
উল্লেখ্য, শনিবার (১৬ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামের মছব্বির মিয়ার বস্তিতে মধ্যরাতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ৪ জন মিলে গণধর্ষণ করে। এসময় তার স্বামী সিএনজি চালক জুবেদ মিয়া ঘরে ছিলেন না।
অন্তঃসত্ত্বা গৃহবধূ বলেন, রাত ১টার দিকে প্রথমে ঘরে এসে ডাকাডাকি করে। কিন্তু দরজা খুলে না দেয়াতে তারা চলে যায়। পরে রাত ৩টার দিকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ধর্ষিতা দোষীদের সবোর্চ্চ শাস্তির দাবি করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, মডেল থানায় ধর্ষণ মামলা হলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করলে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে।