spot_img

আতঙ্কিত হবেন না, ভ্যাকসিন পাবেন : ডব্লিওএইচও

অবশ্যই পরুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিওএইচও) বলেছে, ভ্যাকসিন পাওয়া নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। যারা ভ্যাকসিন পেতে চাচ্ছেন তাদের প্রত্যেকেই পাবেন।

সংস্থাটির সহকারী মহাসচিব মারিয়েঙ্গালা সিমাও বুধবার বলেছেন, বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করতে জাতিসঙ্ঘের স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, কারোরই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ আপনি ভ্যাকসিন পেতে যাচ্ছেন।

ডব্লিওএইচও’র সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে তিনি আরো বলেন, বিশ্বের সব দেশের জনগণ যাতে ভ্যাকসিন পায় সে লক্ষ্যে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।

সিমাও বলেন, বিশ্বের প্রায় ৫০টি দেশে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হয়েছে। এরমধ্যে ৪০ টিরও বেশি উচ্চ আয়ের দেশ।

ডব্লিওএইচও কোভ্যাক্সেও মাধ্যমে বিশ্বজুড়ে ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ নিয়েছে। এ জন্যে তারা পাঁচটি ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানীর সাথে দুই শ’ কোটি ডোজ পাওয়ার চুক্তি করেছে। চলতি বছরের শেষ নাগাদ অংশগ্রহণকারী প্রতিটি দেশের ২০ শতাংশ লোককে তারা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবে।

সিমাও বলেন, আমরা আশা করছি ফেব্রয়ারির শেষ নাগাদ দেশগুলোতে ভ্যাকসিনের প্রথম ডোজ সরবরাহ সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ