spot_img

বিশ্ব নিরাপত্তা ইস্যুতে ফ্লোরিডায় ন্যাটো প্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক

অবশ্যই পরুন

ন্যাটো মহাসচিব মার্ক রুটে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি ও ন্যাটোর সাম্প্রতিক চ্যালেঞ্জ নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ন্যাটোর মুখপাত্র ফারাহ ডাকলাল্লাহ। বৈঠকটি শুক্রবার ফ্লোরিডার পালম বিচে অনুষ্ঠিত হয়।

প্রথম মেয়াদে ট্রাম্প ইউরোপকে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর জন্য চাপ দিয়েছিলেন এবং ন্যাটো জোটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। পুনর্নির্বাচিত হওয়ার দুই দিন পর, গত ৫ নভেম্বর, ট্রাম্পের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেন রুটে।

সম্প্রতি ইউরোপীয় নেতাদের এক বৈঠকে রুটে বলেছেন, উত্তর কোরিয়া, ইরান, চীন এবং রাশিয়া একসঙ্গে কাজ করছে এবং তারা ইউক্রেনের বিরুদ্ধে একত্রিত হয়েছে। তিনি আরও বলেন, রাশিয়া তাদের প্রযুক্তি উত্তর কোরিয়ায় সরবরাহ করছে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি।

ট্রাম্পের পুনর্নির্বাচন ইউরোপে উদ্বেগ তৈরি করেছে, বিশেষত ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। ইউরোপীয় ও ন্যাটো মিত্রদের মতে, রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে সমর্থন দেওয়া আমেরিকা ও ইউরোপের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকের বিষয়ে রুটে বলেন, “বিশ্বের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার উপায় নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা অত্যন্ত প্রয়োজন ছিল।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠক ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সাথে সোমবার সাক্ষাৎ করবেন ইইউর ২৮ রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশনের প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ