spot_img

জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত

অবশ্যই পরুন

জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গোলাগুলি হয়েছে। এ সময় এক বন্দুকধারী নিহ্ত এবং তিন পুলিশসদস্য আহত হয়েছে। একটি নিরাপত্তা সূত্র এবং রাষ্ট্রীয় মিডিয়া রোববার এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা জানায়, আম্মানের রাবিয়া এলাকায় পুলিশের একটি টহলদলের ওপর গুলিবর্ষণকারী এক বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।

জর্ডানের পুলিশ ব্যাপক নিরাপত্তায় সজ্জিত ইসরাইলি দূতাবাসের কাছে গোলাগুলির শব্দ শুনে এলাকাটি ঘিরে ফেলে। পুলিশ ও দু’প্রত্যক্ষদর্শী জানায়, গোলাগুলির পরই আরো পুলিশ এবং অ্যাম্বুলেন্স ওই এলাকায় ছুটে যায়।

পুলিশ এলাকাবাসীকে তাদের বাড়িতে অবস্থান করারা আহ্বান জানায়।

উল্লেখ্য, ইসরাইলি দূতাবাসে ব্যাপক নিরাপত্তা রয়েছে। ইসরাইলের ফিলিস্তিনি নীতির প্রতিবাদে এখানে প্রায়ই বিক্ষোভ হয়ে থাকে।

গত মার্চেও জর্ডানি বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অনেক বিক্ষোভকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষে স্লোগান দেয়। অনেকে বলে, ‘হামাস, জর্ডানের সব লোক তোমাদের পক্ষে আছে।’

এই সংঘর্ষের পর মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আইএএফের মোয়াতাজ আল-হ্যারত ও হামজা আল-শাগনুবিও রয়েছেন।

সূত্র : জেরুসালেম পোস্ট

সর্বশেষ সংবাদ

জয় শাহ ও ভারতকে নিয়ে সতর্কবার্তা দিলেন আইসিসির বিদায়ী চেয়ারম্যান

দীর্ঘ চার বছর দায়িত্ব পালন করার পর আইসিসি থেকে বিদায় নিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। গত...

এই বিভাগের অন্যান্য সংবাদ