spot_img

কম্বোডিয়াকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন অনুদান দেবে চীন

অবশ্যই পরুন

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, চীন তাদের সিনোভ্যাক করোনা ভ্যাকসিনের ১০ লাখ ডোজ নম্পেনকে অনুদান হিসাবে দেবে। ‘বন্ধু’ বেইজিংয়ের এমন উদারতার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। খবর এএফপি’র।

চীনের দীর্ঘ দিনের মিত্র দেশ কম্বোডিয়া বেইজিংয়ের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলার সরল সুদের ঋণ পেয়েছে এবং তাদের অনেক বিনিয়োগ এসেছে।

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায়ে বিশ্বের অনেক দেশ তাদের সীমান্ত চীনের নাগরিকদের জন্য বন্ধ করে দিলেও হুন সেন তা করতে অস্বীকৃতি জানান এবং এ ব্যাপারে সংহতি জানাতে চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করতে তিনি এমন কি বেইজিং সফর করেন।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার রাতে ঘোষণা দেন, চীন তাদের দেশের কোম্পানি সিনোভ্যাকের তৈরি করোনা ভ্যাকসিন দেয়ার প্রস্তাব দিয়েছে।

তার সরকারি ফেসবুক পেজে দেয়া এক অডিও বার্তায় হুন সেন বলেন, ‘বন্ধু দেশ চীন আমাদেরকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করছে।’

তিনি আরো বলেন, কম্বোডিয়ার ৫ লাখ মানুষকে এসব ভ্যাকসিন দেয়া হবে।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ