যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার উত্তরসূরী কমালা হ্যারিসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। নিউইয়র্ক টাইমস খবরটি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায়ী এবং আগত দুই প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের মধ্যে এটাই প্রথম যোগাযোগের উদাহরণ হয়ে থাকলো। পরাজিত প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের সাথে কথা বলেন নি। তবে পেন্সকে বাইডেনের অপ্রত্যাশিত ‘ডিফেন্ডার’ বলে অনেকেই ব্যাখ্যা করছেন। ট্রাম্প না গেলেও পেন্স বাইডেনের অভিষেক অনুষ্ঠানেও যোগ দেবেন।
যাই হোক, নাম প্রকাশ না করার শর্তে ওই দুই ব্যক্তির একজন বৃহস্পতিবার কমালাকে পেন্সের ফোন দেয়া এবং প্রয়োজনে সহযোগিতার হাত বাড়ানোর প্রস্তাবকে ‘গুড কল’ বলে মন্তব্য করেন।
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে বিতর্ক এবং ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর পেন্স এবং কমালার মধ্যে এটাই প্রথম সরাসরি যোগাযোগের ঘটনা।