spot_img

লাগেজে গাছ দেখে সবাই হাসাহাসি করছিল

অবশ্যই পরুন

বৃক্ষ ও পশুর প্রতি জয়া আহসানের অশেষ মমতা। বাড়ির ছাদ ও বারান্দা সাজিয়েছেন গাছে গাছে। পাখিরা এসে তার জানালায় পানি ও খাবার খেয়ে যায়। আছে প্রিয় পোষ্য ক্লিওপেট্রা। আর পথকুকুরদের বাঁচানোর জন্য রীতিমতো রাস্তায়ও নেমেছিলেন!

শুক্রবার সকালে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে জয়া বেশ কিছু ছবি শেয়ার করেন। সেখানে দেখা মেলে অভিনেত্রীর বাগান থেকে সংগ্রহ করা ফল ও সবজি।

ছিল কামরাঙা ও বড়ই। তা-ই নিয়ে জয়া শেয়ার করলেন মজার একটি ঘটনা। কারণ, বিমানবন্দরে তার লাগেজে গাছ দেখে অনেকে হাসাহাসি করেছিল। আর এখন সেই গাছে ফল ধরেছে।

জয়া লেখেন, “শুটিং করতে গিয়ে বারুইপুর থেকে কামরাঙা আর কুল বড়ই-এর দুটো গাছ নিয়ে এসছিলাম; এয়ারপোর্টে সবাই খুব হাসাহাসি করছিল লাগেজে শপিং-এর বদলে গাছ দেখে;সেই গাছ আমার এখন ফলের ভারে নুয়ে পড়েছে;আজ সকালের ছাদ বাগানের সবজি;গোলমতোটা কিন্তু আপেল নয় কুল।”

ছবি আর সঙ্গে জুতসই ক্যাপশন মিলিয়ে জয়ার খুশির খবরটি অনুরাগীদেরও আনন্দ দিয়েছে। তারা অভিনেত্রীর প্রশংসা করে মন্তব্য করেছেন। কেউ কেউ ছবিগুলো শেয়ারও করেছেন।

এর আগে বছরের শুরুতে টবে ফোটা রঙ-বেরঙের ফুলের ছবি শেয়ার করেন ‘বিজয়া’ নায়িকা।

চলতি বছরে এখনো ছবির শুটিং শুরু না করলেও জয়ার হাতে রয়েছে ঢাকা-কলকাতার একাধিক প্রজেক্ট। গত বছরের শেষ দিকে তিনি স্পেনের মাদ্রিদের আন্তর্জাতিক একটি উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। আর এ বছরের শুরুতে তাকে পুরস্কৃত করে ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ।

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ