বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে চার হাত এক হয় এই অভিনেত্রীর। চলতি বছর সঞ্জয়লীলা বানসালির ‘হীরামান্ডি’তে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন সোনাক্ষী। সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে কাজের পাশাপাশি ব্যক্তিগত নানান বিষয়ে কথা বলেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারের যতটা চেয়েছিলেন, ঠিক ততটা পরিচিতি পাননি সোনাক্ষী। অনেকেই মনে করেন, এর অন্যতম কারণ অন্তরঙ্গ দৃশ্য বা চুমুর দৃশ্যে অভিনয়ে সোনাক্ষীর আপত্তি। সত্যিই কি তাই? বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নিজেই কথা বলেন অভিনেত্রী।
‘দাবাং’ দিয়ে শুরু। এরপর নানা ধরনের সিনেমা করেছেন সোনাক্ষী। তবে পর্দায় তাঁকে কখনোই অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি, চুম্বন দৃশ্যও করেননি।
এমনকি পর্দায় নিজের পোশাক কী হবে, তা নিয়েও বরাবরই সচেতন তিনি। যেমন সোনাক্ষীকে কখনো বিকিনিতে দেখা যায়নি। অনেকে মনে করেন, এসব কারণে অনেক চরিত্রই তাঁর হাতছাড়া হয়েছে।
এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘এটা (অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়) করতে আমি স্বস্তিবোধ করি না। আসলে এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ ধরনের দৃশ্য অভিনয় না করেও আপনি কাজ করে যেতে পারেন। শিল্পী হিসেবে আপনার যদি কোনো কিছুতে অস্বস্তি হয়, সেটা এড়িয়ে যেতে পারেন। আমি এটাই করি।’