spot_img

ভেনেজুয়েলার সংসদও মাদুরো অনুগতদের নিয়ন্ত্রণে

অবশ্যই পরুন

ভেনেজুয়েলার জাতীয় সংসদে নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগতরা।

গত ৬ ডিসেম্বরে নির্বাচনে মাদুরোর নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক দল সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে জয় লাভ করে। এতোদিন ধরে জাতীয় সংসদ ছিল একমাত্র প্রতিষ্ঠান যেখানে মাদুরোর দলের নিয়ন্ত্রণ ছিল না। এখন সেখানেও আধিপত্য অর্জন করেছে তারা।

চার দলের নেতৃত্বাধীন জোট গত ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ২৭৭টি আসনের মধ্যে ২৫৬ আসনে জয় পায়। যদিও বেশিরভাগ বিরোধী প্রার্থী নির্বাচন বর্জন করে তখন।

নির্বাচনের বর্জনের পর তিনি পুরনো কংগ্রেস সদস্যদের জন্য শপথ অনুষ্ঠানেরও আয়োজন করেন। গত ২৬ ডিসেম্বর তিনি ঘোষণা করেন যে, পুরনো আইনসভা ও আইন প্রণয়নের কাজ অব্যাহত থাকবে।

এর আগে ২০১৯ সালের জানুয়ারি মাসে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন হুয়ান গুয়াইডো। তার এ ঘোষণার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থন ছিল বলে জানা যায়।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের নয়া অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

যুক্তরাষ্ট্রে অর্থমন্ত্রী হিসেবে স্কট বেসেন্টকে মনোনীত করেছেন দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) ট্রেজারি সেক্রেটারি হিসেবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ