spot_img

বিমান দুর্ঘটনায় চিকিৎসাধীন ৪ জনের অবস্থা সংকটাপন্ন: প্রেস ব্রিফিং

অবশ্যই পরুন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ এবং আরেকজন স্কুল সহকারী মাসুমা। স্বাস্থ্য বিভাগের হিসাবে, এ পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।

শনিবার (২৬ জুলাই) এক ব্রিফিংয়ে জাতীয় বার্ন এন্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাসির উদ্দীন এ তথ্য জানান।

বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৩৬ জন ভর্তি আছেন জানিয়ে তিনি বলেন, এরমধ্যে চার জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা নয় জনের।

এদিন সকাল ৯টার পর জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জারিফকে মৃত ঘোষণা করেন। পরিবারকে নিশ্চিত করার পর শিশুটির পিতা কান্নায় ভেঙ্গে পড়েন। তার ঘণ্টাখানেক পরই আসে মাসুমার মৃত্যুর খবর।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান ও তালেবান পক্ষ পরস্পরের সম্মতিতে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বুধবার ( ১৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ