spot_img

‘শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য স্পেশাল’

অবশ্যই পরুন

ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় পা রাখলেন তিনি। অভিষেক সিনেমাতেই সঙ্গী হিসাবে পেলেন ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক শাকিব খানকে। ঈদে মুক্তি পেয়েছে এ জুটির প্রথম সিনেমা ‘তাণ্ডব’। মুক্তির দিনই সিনেমাটি দর্শকদের সঙ্গে দেখতে প্রেক্ষাগৃহে হাজির হন সাবিলা।সঙ্গে ছিল তাণ্ডবের টিম।

সিনেমাটি দেখার পর গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবিলা বলেন, চাঁদ রাত থেকে নার্ভাস ছিলাম। মনে হয়েছিল পরীক্ষার দিন। যে কারণে সিনেমাটি দেখার আগ মুহূর্ত পর্যন্ত অনেক নার্ভাসে কেটেছে। তবে দর্শকদের ভালোবাসায় সব নার্ভাসনেস কেটে গেছে। এমন একটি সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, প্রথম সিনেমাতে শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য স্পেশাল।মেগাস্টারের সঙ্গে কেমিস্ট্রি দর্শক বেশ পছন্দ করছে, এটা খুব ভালো লাগছে। সবকিছু মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা।

সাবিলা আরও বলেন, আমি খুবই ভাগ্যবতী। আমার সুন্দর একটি ডেব্যু হয়েছে। গুণী মানুষদের সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ পেয়েছি। এতদিন এমন একটি অভিষেকের অপেক্ষায় ছিলাম।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ১৩২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলা নূর জুটির প্রথম সিনেমা ‘তাণ্ডব’। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত প্রমুখ।

সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল বলছে- নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি- গণভোট হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ