spot_img

ঈদুল আজহা উপলক্ষ্যে বিভিন্ন স্থলবন্দরে টানা ১০ দিন ছুটি

অবশ্যই পরুন

ঈদুল আজহা উপলক্ষ্যে বেনাপোল, হিলি, ভোমরা, নাকুগাওসহ বিভিন্ন স্থলবন্দরে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে আগামী শনিবার ( ১৪ জুন) পর্যন্ত বেশিরভাগ আন্ত:বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন রোববার থেকে এসব বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে।

তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন জানান, সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অপরদিকে, হিলি ইমিগ্রেশন ইনর্চাজ আরিফুল ইসলাম জানিয়েছেন, ইমিগ্রেশনের কার্যক্রম ঈদের দিনও চলবে। এদিন উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবে।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা অর্থহীন: ইরান

ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা এখন অর্থহীন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। এমনকি...

এই বিভাগের অন্যান্য সংবাদ