spot_img

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি

অবশ্যই পরুন

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ লক্ষ্যে সকাল থেকেই সমর্থকরা মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে জড়ো হন নগর ভবনের সামনে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবি তোলেন। বলেন, সরকার যদি এবারও শপথ পড়াতে গড়িমসি করে, তাহলে আর অপেক্ষা করবেন না তারা। নিজেরাই তাদের মেয়রকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দিবেন। এ সময় ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের সময় বেঁধে দেন বিক্ষুব্ধরা।

অপরদিকে, কর্মসূচির কারণে সকালে নগর ভবনের সামনের সড়কে কিছুসময় যান চলাচল ব্যাহত হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সীমিত আকারে চলছে যানবাহন।

সর্বশেষ সংবাদ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারপার্সন গ্রাজিনা বারানোভস্কা। এসময় তার নেতৃত্বে...

এই বিভাগের অন্যান্য সংবাদ