spot_img

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলা, উত্তর কোরিয়ার নিন্দা

অবশ্যই পরুন

আন্তর্জাতিক আইন এবং একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালানোর ঘটনায় নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে এ ঘটনা কোনো ভাবেই আইনসঙ্গত নয় বলে জানিয়েছে দেশটি। মঙ্গলবার (১৮ মার্চ) ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রদূতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর রয়টার্স

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ গত সপ্তাহে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় নারী ও শিশুসহ ৫৩ জন নিহত হয়েছে।

ইয়েমেনে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত মা ডিং হুই, যিনি মিশরেও দায়িত্ব পালন করেছেন। তিনি কেসিএনএকে বলেন, ওয়াশিংটন বিমানবাহী রণতরীসহ বিমান ও নৌবাহিনী মোতায়েন করে বাছবিচারহীনভাবে বেসামরিক নাগরিক এবং তাদের স্থাপনাকে কেন্দ্র করে হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলার মাধ্যমে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এছাড়া সার্বভৌমত্বের ওপরেও আঘাত হানা হয়েছে। যা কোনো ভাবেই কাম্য নয়। যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডের প্রতি গভীরভাবে নিন্দা জানাচ্ছি।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ইয়েমেনে তারা ৩০টির অধিক স্থাপনাকে কেন্দ্র করে বিমান হামলা চালিয়েছে।

সর্বশেষ সংবাদ

ঈদে জরুরি সেবা নিশ্চিতে স্বাস্থ্য অধিদফতরের একগুচ্ছ নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (১৮ মার্চ) অধিদফতরের এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ