spot_img

অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুঃখ প্রকাশ

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অধিভুক্ত সরকারি সাত কলেজের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি ঘটনাটি অত্যন্ত মর্মাহত হৃদয়ে গ্রহণ করেছেন এবং শিক্ষার্থীদের ধৈর্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে উপাচার্য বলেন, “বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। তৃতীয় পক্ষ যাতে এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও জানান, সোমবার (২৭ জানুয়ারি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

ড. নিয়াজ আহমদ খান আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিষয়গুলো আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। এ ছাড়া অন্যান্য বিষয় সরকার গঠিত কমিটির নজরে এনে তা সমাধানের জন্য সহযোগিতা চাওয়া হবে।

শিক্ষার্থীদের প্রতি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি সব পক্ষকে আরও ধৈর্যশীল ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ