spot_img

সিডনি টেস্টে ভারতকে দুইশোর মধ্যে আটকালো অস্ট্রেলিয়া

অবশ্যই পরুন

ব্যাট হাতে বাজে ফর্মের মধ্যে থাকা রোহিত অব্যাহত সমালোচনার মধ্যে নিজেকেই একাদশ থেকে সরিয়ে নিয়েছেন। রোহিতের বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সহঅধিনায়ক যশপ্রীত বুমরা। তবে একাদশ থেকে রোহিত নিজেকে সরিয়ে নিলেও দল খুব একটা ভালো খেলেনি। পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়েছে ভারত। জবাবে ১ উইকেটে ৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৭ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার জয়সোয়াল ও লোকেশ রাহুল। এরপর ভিরাট কোহলি ও শুভমান গিল ফিরলে ৭২ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। ৪০ রান করা রিশভ পন্ত প্রতিরোধের চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। ২৬ রান করে স্টার্কের শিকারে পরিণত হন রবীন্দ্র জাদেজা। শেষ দিকে জাসপ্রীত বুমরাহর ২২ রানে ১৮৫ রানে অলআউট হয় ভারত। চার উইকেট শিকার করেন স্কট বোল্যান্ড। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, সিরিজে সমতা আনতে হলে এই টেস্ট জিততেই হবে ভারতকে। তা না হলে ১২ বছর পর অস্ট্রেলিয়া জিতে নেবে বোর্ডার-গাভাস্কার ট্রফি।

সর্বশেষ সংবাদ

যমুনা রেলসেতু হয়ে চলাচলকারী ট্রেনের ভাড়া বাড়ছে

সদ্য নির্মিত যমুনা রেলসেতু ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। এই সেতু দিয়ে আগামী ১৮ মার্চ থেকে পূর্ণমাত্রায় যাত্রীবাহী ট্রেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ