সিডনি টেস্টের আগে নতুন বছরের প্রথম দিনেই দারুণ সুখবর পেলেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। টেস্ট ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছেন তিনি। ভেঙেছেন রবিচন্দ্রন অশ্বিনের পুরনো রেকর্ড।
বর্তমানে ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন বুমরাহ। এর আগে আর কোনও ভারতীয় বোলার রেটিং পয়েন্টে এই উচ্চতায় পৌঁছতে পারেননি।
ব্রিসবেন টেস্টের পর অশ্বিনের ৯০৪ রেটিং পয়েন্ট স্পর্শ করেছিলেন বুমরাহ। এরপর মেলবোর্ন টেস্টে ৯ উইকেট শিকার করে সেই রেকর্ডও ছাড়িয়ে যান তিনি।
টেস্ট ইতিহাসে বোলারদের রেটিংয়ের দিক থেকে বুমরাহ এখন ইংল্যান্ডের কিংবদন্তি স্পিনার ডেরেক আন্ডারউডের সঙ্গে যৌথভাবে ১৭তম স্থানে। এই তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সিডনি বার্নস (৯৩২ পয়েন্ট)। তার পর আছেন জর্জ লেহম্যান (৯৩১), তৃতীয় স্থানে ইমরান খান (৯২২), এবং চতুর্থ স্থানে মুত্তিয়া মুরালিধরন (৯২০)।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বক্সিং ডে টেস্টে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি মূল্যবান ৯০ রান করেন তিনি, যার ফলে বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এসেছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও কামিন্স উন্নতি করেছেন তিন ধাপ।
দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেন সেঞ্চুরিয়ন টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। পাশাপাশি ক্যারিয়ারে প্রথমবারের মতো ৮০০ রেটিং পয়েন্ট অতিক্রম করেছেন তিনি।
ব্যাটারদের র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন। তিন ধাপ এগিয়ে সপ্তম স্থানে এসেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। পাকিস্তানের ব্যাটার সৌদ শাকিলও তিন ধাপ এগিয়ে ছয় নম্বরে জায়গা করে নিয়েছেন।