spot_img

জাপানে বয়স্ক জনসংখ্যা ও প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট অনুমোদন

অবশ্যই পরুন

আগামী অর্থবছরের বাজেট রেকর্ড ১১৫.৫ ট্রিলিয়ন ইয়েন (৭৩০ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ অনুমোদন করেছে জাপান সরকার। এছাড়া সামাজিক কল্যাণ এবং আঞ্চলিক হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা খাতেও বরাদ্দ বাড়ানো হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

ওই মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে টোকিও থেকে এএফপি জানায়, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে ‘সবচেয়ে কঠিন ও জটিল নিরাপত্তা পরিবেশ’ মোকাবেলা করছে। এর আগে, প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাও অনুরূপ সতর্কতা উচ্চারণ করেন।

সূত্র : বাসস

 

সর্বশেষ সংবাদ

গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ নিরাপদে থাকুক, তিনি এটাই চান। এমনকি গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ